বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে গেছেন হিরো আলম। আজ বৃহস্পতিবার ফের সেখানে যান তিনি। বিকাল ৩টা ২০ মিনিটের দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।
তবে কী কারণে ফের ডিবি অফিসে হিরো আলম তা খোলাসা করেননি। সংবাদমাধ্যমকে তিনি জানান, ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশীদ স্যারের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছিলেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি।
সম্প্রতি নিজের বেসুরো গলায় রহমানের ‘জয় হো’ গানটি গেয়েছেন হিরো আলম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতির প্রতিবাদে এ গান গেয়েছেন তিনি।
এদিকে হিরো আলমের গানটি নজরে পড়েছে পশ্চিমবঙ্গের নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জীর। তিনি শেয়ারও দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিশোধ হলো এমন খাবার যা কি না শুঁটকি ভর্তার সঙ্গে সবচেয়ে ভালো খেতে লাগে।’
নিজের গাওয়া ‘জয় হো’ র একটি স্টুডিও ভার্সন সামাজিক মাধ্যমে প্রকাশ করে আলম লিখেছিলেন, ‘‘এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তার ‘জয় হো’ গান গাইলাম আমি হিরো আলম।’’