images

বিনোদন

‘বাজ’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় নাটকের ঘোষণা অমির

বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর ২০২৩, ০৩:২২ পিএম

নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক দিয়ে গোটা দেশ নেড়েচেড়ে দিয়েছেন তিনি। অন্যান্য নির্মাণের ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। এ নির্মাতার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে ‘ব্যাড বাজ’ ও ‘গুড বাজ’ অন্যতম। এবার অমি নিয়ে আসছেন ‘বাজ’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় নাটক ‘লাভ বাজ’।

গতকাল ৬ নভেম্বর সামাজিক মাধ্যমে অমি ঘোষণা দিয়েছেন ‘লাভ বাজ’-এর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ফ্র্যাঞ্চাইজির গল্পটা তো আসলে বন্ধুত্বের। প্রথমে তাদের মধ্যে একটা ব্যাড বাজের গল্প দেখিয়েছি, এরপর গুড বাজ এসেছে। তো দুটি গল্পেই বন্ধুত্বের জায়গাটা বেশি ফোকাস করেছি। এবার তাদের মধ্যকার লাভ অ্যাঙ্গেলটা তুলে ধরতে চাই। সে কারণে ভ্যালেন্টাইনে রিলিজের সিদ্ধান্ত।’

‘ব্যাড বাজ’ ও ‘গুড বাজ’ নাটক দুটিতে যারা অভিনয় করেছেন তাদের অনেকেই রয়েছেন ‘বাজ’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় প্রজেক্টে। তবে কিছুটা রদ বদল আসবে বলে জানিয়েছেন অমি। সেইসঙ্গে নিশ্চয়তা দিয়েছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, সাফা কবির, শরাফ আহমেদ জীবন বরাবরের মতো এবারও থাকছেন।

আপতত গল্প নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন নির্মাতা। নভেম্বরের শেষের দিকে এ নাটকের দৃশ্যধারণের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি। ২০২৪ সালের ভালোবাসা দিবসে দেখা যাবে নাটকটি।