images

বিনোদন

তোমার মুখটা সেলাই দিয়ে বন্ধ রাখো, অপুর উদ্দেশে ডিপজল

বিনোদন ডেস্ক

০১ নভেম্বর ২০২৩, ১২:২৮ পিএম

অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজন দুজনকে দুচোখে দেখতে পারেন না। দুই দিন পরপরই ঝগড়ায় লিপ্ত হন । তাদের সে বাকযুদ্ধে উত্তাল হয় সামাজিক মাধ্যম। এ নিয়ে বেশ বিরক্ত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অপু বিশ্বাসকে মুখ সেলাই করতে বললেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিপজল বলেন, ‘তাদের এসব নোংরা নাটক বন্ধ করা উচিত। এতে চলচ্চিত্রের মান-সম্মান নষ্ট হচ্ছে। একজন মুসলমান হিসেবে শাকিব দুটো কেন, চারটা বিয়ে করতে পারে। সেই সামর্থ্য রয়েছে তার। আমাদের ধর্মে এটা বৈধ কিন্তু এটা নিয়ে এত কথা, এত নাটক হচ্ছে কেন?’

তিনি আরও বলেন, ‘তাদের এসব কথা-বার্তা কিন্তু ভালোভাবে দেখছে না কেউ। এসব চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নিচে নামাচ্ছে অনেক। টেলিভিশনে এসে এসব কথা বলা ঠিক নয়। তোমাদের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে মেসেজের মাধ্যমে কথা বলে ঠিক করে নাও। তাদের কেউ কিছু বললে নিউজে উঠে আসছে সেসব। এসব বন্ধ করে নিজেদের মান-সম্মানের দিকে তাকিয়ে চলচ্চিত্রে যদি কাজ করে তাহলে ভালো কিছু করতে পারে তারা।’

এ সময় অপু-বুবলী দুজনকেই উপদেশ দেন ডিপজল। অপুর উদ্দেশে বলেন, ‘তুমি যদি পারো তোমার মুখটা সেলাই দিয়ে বন্ধ রাখো। যেখানে আছ কাজগুলো নিয়ে ব্যস্ত থাকো।’

বুবলীকে বলেন, ‘বুবলী- তোমার যে কথাবার্তা তা বন্ধ করলে ভালো হবে। তুমিও আর কিছু বইলো না। টিভিতে এসে কান্নাকাটি খুবই খারাপ। তোমাদের এসব ভালোভাবে দেখছে না মানুষ। আমরা চলচ্চিত্রে যা দেখাই, তোমরা তা বাস্তবে দেখাচ্ছ। তোমরা আর্টিস্ট, নিজেদের লুকিয়ে রাখো, দেখবা সম্মান দিবে পাবলিক।’

অপু-বুবলীর মাঝে যত শত্রুতা শাকিব খানকে ঘিরে। শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।

অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়। ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন তিনি।