images

বিনোদন

বিটিএস গায়ককে হয়রানির অভিযোগে গ্রেফতার তরুণী

বিনোদন ডেস্ক

২৯ অক্টোবর ২০২৩, ১০:২১ এএম

বিটিএস ব্যান্ড তারকাদের জনপ্রিয়তার কথা সবার জানা। বিশেষ করে উঠতি বয়সী তরুণ-তরুণীদের মধ্যে তাদের নিয়ে উন্মাদনাটা বেশি। তবে এবারের খবরটি সমাদরের নয়, বরং হয়রানির। বিটিএসের গায়ক ভিকে হয়রানি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তরুণীকে। কোরিয়ান সংবাদমাধ্যম জুংঅ্যাং ডেইলির প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাটি ঘটেছে। সেসময় ভির বাসার নিচে অপেক্ষা করছিলেন এক তরুণী। পরে ওই তরুণী ভিকে লিফটে অনুসরণ করেন এবং জোরপূর্বক তার বাসায় ঢোকার চেষ্টা করেন। তবে অবস্থা সুবিধাজনক জায়গায় না থাকায় একপর্যায়ে ওই তরুণী পালিয়ে যান।

এদিকে পালিয়েও নিস্তার পাননি অভিযুক্ত তরুণী। কেননা ভির সঙ্গে তার আচরণ বন্দি ছিল সিসিটিভিতে। সেসব ফুটেজ দেখেই পুলিশ পাকড়াও করে তাকে। পুলিশ জানিয়েছে, ভি-কে বিয়ের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার জন্য কথা বলার চেষ্টা করেছিলেন ওই তরুণী।

এদিকে ভির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বেজায় রকম চটেছে বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক। সংবাদমাধ্যমকে তারা জানিয়েছে, যারা শিল্পীদের জন্য হুমকি হয়ে ওঠেন এবং তাদের গোপনীয়তা লংঘন করতে চান তাদের কোনোভাবে ছাড় দেয় না বিটিএস।

বিটিএসের হাত ধরেই পাদ প্রদীপের আলোয় আসেন ভি। ব্যান্ডটির সঙ্গে দুটি গান ‘স্টিগমা’ ও ‘ইনার চাইল্ড’বেশ জনপ্রিয়তা পায়। চলতি বছর নিজের প্রথম একক অ্যালবাম প্রকাশ করেছেন ভি। এখানেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। তুমুল জনপ্রিয়তা পেয়েছে অ্যালবামটি।