বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩, ০৫:২৯ পিএম
বলিউডের সংগীত জগতে বাঙালির রাজত্ব। রিয়েলিটি শোয়ে ব্যর্থ হয়ে এখন গোটা দেশ তথা বিশ্বকে নিজের সুরের মূর্ছনায় মাতাচ্ছেন অরিজিৎ সিং। তার নামটাই যথেষ্ট শ্রোতা টানার জন্য। অরজিতের কনসার্ট মানেই আলাদা এক ধরনের উন্মাদনা। তবে এবার বাধা হয়ে দাঁড়াল ভারতীয় পুলিশ। কনসার্টের অনুমতি দিল না তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
চণ্ডীগড় সেক্টর ৩৪ এর গ্রাউন্ডে অরিজিত সিংয়ের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকঠাক পার্কিংয়ের ব্য়বস্থা না থাকায় পুলিশ এই কনসার্টে অনুমতি দেয়নি। এ বিষয়ে পুলিশের তরফে থেকে স্পষ্ট জানানো হয়েছে, অরিজিতের কনসার্টে কমপক্ষে পাঁচ হাজার গাড়ি আসবে। কিন্তু আয়োজকদের তরফে পার্কিং-এর পরিকল্পনার কথা প্রশাসনকে জানানো হয়নি। সেকারণেই অরাজকতার সৃষ্টি হতে পারে। চণ্ডীগড়ের ডেপুটি কমিশনারের কাছে এ প্রসঙ্গে লিখিত কারণ জানিয়েছে।
শুধু তাই নয়, অরিজিতের কনসার্টে কমপক্ষে ২০ হাজার দর্শক আসবে, কোনোরকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। পুলিশের তরফ থেকে এ-ও জানানো হয়েছে, পার্কিং-এর সঠিক ব্যবস্থা না থাকলে পুলিশের তরফে সেই দায়িত্ব পালন করতে বাধা সৃষ্টি হবে, তাই অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত।
এদিকে দীর্ঘ দিনের দ্বন্দ্ব মিটিয়ে অরিজিৎ গান করেছেন সালমান খানের ‘টাইগার ৩’ছবিতে। দীর্ঘ ৯ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান-অরিজিতের। একে-অপরের সঙ্গে কাজ তো দূরের কথা, ছায়াও মাড়াতেন না।