বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ১২:৪২ পিএম
সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা নিয়ে বাঙালির আবেগ চিরন্তন। বইয়ের পাতা তো বটেই, পর্দায়ও ফেলুদায় বুঁদ হয়েছেন দর্শক। ফেলুদার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার গুণে জটিল সব রহস্য উদঘাটনে মানুষ রোমাঞ্চিত হয়ে আসছে কয়েক দশক ধরে।
বড় পর্দায় ফেলুদা চরিত্রে সবার প্রথম অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর এই চরিত্রে অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় ও টোটা রায় চৌধুরী। তাদের সবাইকে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছেন।
এবার সন্দীপ রায় ফের বড়পর্দায় ফেলুদাকে নিয়ে হাজির হচ্ছেন। তবে আইকনিক এই চরিত্রটিতে নতুন কাউকে বেছে নিচ্ছেন তিনি। সেক্ষেত্রে অনির্বাণ ভট্টাচার্যের নাম উঠে এসেছিল প্রথমে। তবে এখন শোনা যাচ্ছে অন্য নাম। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ইন্দ্রনীল সেনগুপ্ত হচ্ছেন নতুন ফেলুদা। অনেক দিন ধরে তিনি চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করছেন।
গোয়েন্দা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আছে ইন্দনীলের। ২০১৬ সালে নীহারঞ্জন গুপ্তের লেখা ‘কিরীটি ও কালো ভ্রমর’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছিলেন অনিন্দ্য বিকাশ দত্ত।
সন্দীপ রায় ‘হত্যাপুরী’ গল্পটিকে পর্দায় আনতে যাচ্ছেন। সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এটি। এই গল্পের প্রেক্ষাপট পুরী। সেখানেই লালমোহন বাবু ও তোপসেকে নিয়ে ঘুরতে যাবেন ফেলুদা। হঠাৎ সমুদ্রের পাড়ে দেখবেন একটি মৃতদেহ। সেই রহস্যের সমাধানই শুরু হবে ফেলুদার হাত ধরে।
মে মাসেই শুরু হবে নতুন ফেলুদা ছবির দৃশ্যধারণের কাজ। টলিউডের নামজাদা প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নির্মিত হবে এই ছবি।
এর আগে ২০১৬ সালে মুক্তি পেয়েছিল সন্দীপ রায়ের ‘ডবল ফেলুদা’। যেখানে ফেলুদা ও তোপসে চরিত্রে ছিলেন যথাক্রমে সব্যসাচী চক্রবর্তী ও সাহেব ভট্টাচার্য। তার আগে একই জুটিকে নিয়ে ২০১১ সালে মুক্তি পেয়েছিল পরিচালকের ‘রয়্যাল বেঙ্গল রহস্য’। জানা গেছে, এ বছরের বড়দিনে মুক্তি পাবে নতুন ফেলুদা।
আরএসও