images

বিনোদন

৯০ টাকায় ব্যাগভর্তি বাজার করেছি: রওনক হাসান

বিনোদন ডেস্ক

১০ অক্টোবর ২০২৩, ০৬:৪৬ পিএম

প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে নাকাল জনজীবন। মাত্রাতিরিক্ত এই মূল্যবৃদ্ধিতে হতাশ অনেকে। এমন একটি মুহূর্তে পেছনে ফিরে গেলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ রওনক হাসান। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ৯০ টাকায় ব্যাগভর্তি বাজার করতেন।

রওনক বলেন, ‘আমি নিয়মিত বাজার করেছি। তখন এইট, নাইন–টেনে পড়ি। বাসা থেকে ১০০ টাকা দিত। সেটা অনেক টাকা। সেই সময়ে ১০ টাকা মেরেও ৯০ টাকায় ব্যাগভর্তি বাজার করেছি। দরদাম করে যেখানে কম পেতাম, সেখান থেকে কিনেছি। তখন ১০–১২ টাকা দিয়ে রাজার মতো চলতাম। হাত খরচ হয়ে যেত। অপেক্ষায় থাকতাম বাজার করার জন্য।’

এ সময় বাজার করার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি জানতাম মা এতেই সবচেয়ে বেশি খুশি হবেন। মা অভিভূত হলেন। তখন আমি চাকরিবাকরি ছেড়ে দিয়ে অভিনয় করছি, এটা নিয়ে আশপাশের মানুষ আমাকে নিয়ে মায়ের কাছে অনেক রকম কথা বলতেন। তখন অনেক পরিবার মনে করত, নাটক করা মানে নষ্ট হয়ে যাওয়া। কিন্তু আমার মা–বাবা সমর্থন দিয়েছেন। এর মধ্যেও তখন অনেকেই মাকে বলতেন, তোমার ছেলে নষ্ট হয়ে গেছে। এমন অনেক কথাই মা শুনে বিছানায় কাঁদতেন। যে কারণে এই কাঁচাবাজার অন্য রকম ব্যাপার ছিল।’

ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে বড়পর্দায়ও অভিনয় করেছেন। ‘নকশিকাঁথার জমিন’, ‘নয়া মানুষ’ নামক দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার।