বিনোদন ডেস্ক
১০ অক্টোবর ২০২৩, ১২:০৮ পিএম
চলতি বছর ‘আদিপুরুষ’ ছবিতে রাম হয়ে এসেছিলেন প্রভাস। কিন্তু ছবিটির ভরাডুবি হয়েছে। সেইসঙ্গে পর্দার বাহুবলী দর্শকের মন ভরাতে পারেননি রাম হয়ে। এবার রামায়ণে রামের চরিত্রে হাজির হচ্ছেন রণবীর কাপুর। শোনা গেছে, চরিত্রের সঙ্গে মিশে যেতে কঠোর সাধনায় রত হবেন তিনি। ছেড়ে দেবেন মদ্যপান। ছোঁবেন না মাংস।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর পাবলিক ইমেজের জন্য মদ-মাংস এড়িয়ে যাচ্ছেন না। রামের ভূমিকায় অভিনয়ের প্রস্তুতি হিসেবে এসব থেকে দূরে আছেন। শুটিং চলাকালীন রণবীর মদ্যপান এবং মাংস খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। এই জিনিসগুলো তিনি শুধুমাত্র ইমেজের জন্য করছেন না, বরং শ্রী রামের মতো শুদ্ধ এবং পরিচ্ছন্ন বোধ করতে চান অন্তর থেকে, তাই এই সিদ্ধান্ত। যাই হোক না কেন, রণবীর মধ্যরাতের পার্টিতে থাকবেন না অন্তত কয়েকটা মাস।
এদিকে সীতা চরিত্রে রণবীরের পাশে থাকার কথা ছিল আলিয়া ভাটকে। কিন্তু প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন রণবীর ঘরণী। অগত্যা রামের অর্ধাঙ্গিনী চরিত্রে দক্ষিণি তারকা সাই পল্লবীকে নেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে রাবনের চরিত্রে ‘কেজিএফ’ তারকা যশ অভিনয় করছেন বলেও দাবি করা হচ্ছে।

২০২৪-এর শুরুর দিকে শুরু হবে ছবির কাজ। পরিচালনার দায়িত্বে থাকবেন নীতিশ তেওয়ারি। জানা গেছে, শুধু রণবীর নয় রামায়ণে অভিনয়ের প্রস্তুতি স্বরুপ গোটা টিমকে মেনে চলতে হবে বিশেষ কিছু নিয়ম-কানুন।