images

বিনোদন

৩২ বছর পর এক হচ্ছেন অমিতাভ-রজনীকান্ত

বিনোদন ডেস্ক

০৪ অক্টোবর ২০২৩, ০২:১৩ পিএম

images

দুই বছরের বিরতি ভেঙে পর্দায় ফিরেছেন দক্ষিণি সুপারস্টার রজনীকান্ত। ফিরেই দখল করে নিয়েছিলেন বিশ্বের চার হাজার সিনেমা হল। প্রতিদিন গড়ে এক শ কোটি করে আয় করছে তার ‘জেলার’ ছবিটি।

এরইমধ্যে নতুন ছবির পরিকল্পনা শুরু করেছেন রজনীকান্ত। এ ছবিতে তার সঙ্গে পর্দা ভাগ করবেন বলিউডের মহা তারকা অমিতাভ বচ্চন। এ ছবির মাধ্যমে ৩২ বছর পর এক হতে যাচ্ছেন অমিতাভ-রজনীকান্ত। রজনীকান্তের ক্যারিয়ারের ১৭০তম এ ছবিকে অবিহিত করা হচ্ছে ‘থালাভিয়ার ১৭০’।

গতকাল মঙ্গলবার প্রযোজনা সংস্থার তরফে সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে ছবিটির। সেখানে লেখা হয়েছে, ‘‘ভারতীয় সিনেমার শাহেনশাহকে স্বাগত। ‘থালাভিয়ার ১৭০’ ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন একমাত্র মিস্টার বচ্চন।’’

শোনা যাচ্ছে, নতুন ছবিতে অমিতাভের চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। ছবিটির কাজ কবে থেকে শুরু হবে, সে কথা এখনও জানাননি নির্মাতারা। শোনা যাচ্ছে, এ বছরের শেষ দিকেই শুটিং আরম্ভ হবে। রজনীকান্তের ১৭০তম ছবি, তাই তার প্রতি সম্মান জানিয়েই ছবির এমন নামকরণ।

৩২ বছর আগে বড় পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল রজনীকান্ত ও অমিতাভকে। পরিচালক মুকুল এস আনন্দ পরিচালিত ‘হম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। দীর্ঘদিন পর তাদের এক হওয়ার সংবাদ চাউর হতেই উত্তেজিত অনুরাগীরা।