images

বিনোদন

সালমানের সঙ্গে প্রেম, বিয়ে করছেন ক্রিকেটারকে!

বিনোদন ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ পিএম

 

গুঞ্জন উঠেছিল, সালমান খানের সঙ্গে প্রেমে জড়িয়েছেন দক্ষিণি তারকা পূজা হেগড়ে। দুজনে নাকি চুপিসারে দেখাও করছেন। তবে এবার যা শোনা যাচ্ছে তাতে রীতিমতো অবাক নেটাগরিকরা। সালমান নয় পূজা মজেছেন এক ক্রিকেটারে। শিগগিরই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তার সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই নাকি মুম্বাইবাসী এক ক্রিকেটারের সঙ্গে মেলামেশা করছেন পূজা। তার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। তবে এই বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী। কে এই ক্রিকেটার তাও ফাঁস করছেন না কেউ।

saloman-20230423152054

সিনেমার ক্যারিয়ারে এখনও পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে মহেঞ্জোদারো ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপররাধে শ্য়াম’, ‘সার্কাস’, ‘বিস্টছবিতে দেখা যায়।

শোনা গিয়েছিল হৃদয় ঘটিত সম্পর্কের কারণেইকিসি কা ভাই কিসি কি জানছবিতে পূজাকে নিয়েছিলেন সালমান। সেখানেও পাননি সফলতা। কোরবানি ঈদে মুক্তি পাওয়া ছবিটি দর্শক টানতে পারেনি প্রেক্ষাগৃহে।