images

বিনোদন

সমালোচকদের সম্মান জানাই: সিয়াম

বিনোদন প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২২, ০৫:৩৫ পিএম

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ট্রাফিক পুলিশের ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা গেছে, ইফতারের সময় এক হাত দিয়ে পানি পান করছেন তিনি, অন্য হাত দিয়ে হাত নাড়িয়ে দায়িত্ব পালন করছেন। ওই নাম না জানা ট্রাফিক পুলিশের কাজের প্রতি এমন নিষ্ঠা দেখে বিস্মিত হন নেটিজেনরা। 

ভিডিওটি চোখ এড়ায়নি চিত্রনায়ক সিয়াম আহমেদের। তিনিও ট্রাফিক পুলিশের দায়িত্ববোধ দেখে আপ্লুত হন। আর তাই হালের এই জনপ্রিয় নায়ক তার মুক্তিপ্রতীক্ষিত ‘শান’ সিনেমার পক্ষ থেকে রাজধানীর কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে পুলিশের হাতে ইফতার তুলে দেন।  

ইফতার বিতরণের ছবিগুলো সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সেই সঙ্গে ট্রাফিক পুলিশের নিরন্তর কর্তব্য পালন ও ত্যাগের কথাও উল্লেখ করতে ভুল করেননি।

Siam

ছবিগুলো প্রকাশ করতেই প্রশংসায় ভাসতে থাকেন সিয়াম। তবে ঘটনা এখানেই শেষ নয়। ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক নানা কথাবার্তাও শুনতে হচ্ছে তাকে। 

বিষয়টি নিয়ে কথা হয় সিয়ামের সঙ্গে। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘আপনি পৃথিবীতে যা-ই করতে যান, দেখবেন কেউ ভালো বলছেন। আবার কেউ খারাপ বলছেন। নিজের বন্ধু-বান্ধবের দিকে তাকালেও জিনিসটা বোঝা যায়। তারা পাঁচজন থাকলে এক বিষয়ে চার-পাঁচ রকম মন্তব্য আসে। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা অন্যের মতামতকে সম্মান করতে পারছি না।’

সিয়াম আরও বলেন, ‘আমাদের কাজটি ঠিক মনে হয়েছে। এর মাধ্যমে যদি দু’জন মানুষেরও উপকার হয়, তাতে তো খারাপের কিছু দেখছি না।’

Siam

তবে নেতিবাচক মন্তব্যকারীদের ওপর অখুশী নন সিয়াম। বরং তাদের মতামতের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘যারা নেতিবাচক মন্তব্য করেছেন তারা নিশ্চয়ই এর থেকে ভালো কিছু করছেন। সেটাকেও আমরা সম্মান করি।’

রোজার ঈদে মুক্তি পাবে ‘শান’ সিনেমাটি। পুলিশ-অ্যাকশন থ্রিলার এই সিনেমাটিতে সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি। সিনেমাটি পরিচালনার দায়িত্ব সামলেছেন এম রাহিম। 

ছবিটির গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।

আরআর/আরএসও