বিনোদন ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ০৭:২৫ পিএম
দীর্ঘ পাঁচ বছর প্রেম করে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। দেড় বছর হলো সংসার করছেন তারা। এরইমধ্যে ঘর আলো করে এসেছে কন্যা রাহা। এতদিন পর আলিয়া জানালেন, রণবীরের দেওয়া কোন উপহার তার কাছে শ্রেষ্ঠ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আরও পড়ুন: ৬৭ বছরে স্নাতক সম্পন্ন করলেন এই বলিউড অভিনেতা
আলিয়া জানান, ওই উপহার দেওয়ার সময় তার প্রেমিক ছিলেন রণবীর। অভিনেত্রীর জন্য উপহার আনতে বুলগেরিয়া থেকে লন্ডনে গিয়েছিলেন তিনি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং চলাকালীন আলিয়ার জন্মদিন পড়ে। সেসময় প্রেমিকার জন্য কেক আনতে বুলগেরিয়া থেকে লন্ডন যান রণবীর।
এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমার লন্ডনের একটি বিশেষ ধরনের মিল্ককেক পছন্দ। যেটা আর কোথাও পাওয়া যায় না। সেটি আনতে শুটিংয়ের মাঝে লন্ডনে যায় রণবীর। সেই সময় সে অবশ্য আমার স্বামী নয়, প্রেমিক ছিল। তবে এটা তার থেকে পাওয়া আমার শ্রেষ্ঠ উপহার।’
আরও পড়ুন: শাবানার নাম ভাঙিয়ে প্রতারণার পরিকল্পনা
সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। দুই পরিবারের ছেলেমেয়ের প্রেম কাহিনি নিয়ে গড়ে উঠেছে গল্প। এতে আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর সিং। ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর নির্মাণে ফিরছেন করণ জোহর। আলিয়া-রণবীর ছাড়াও এ ছবিতে দেখা গেছে চূর্ণি গাঙ্গুলি, টোটা রায়চৌধুরী, শাবানা আজমি ও রণিত রায়কে।