images

বিনোদন

শাবানার নাম ভাঙিয়ে প্রতারণার পরিকল্পনা

বিনোদন ডেস্ক

২৩ আগস্ট ২০২৩, ১২:২০ পিএম

images

তারকাদের নাম ভাঙিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। এর আগে একাধিক তারকার সঙ্গে এরকম হয়েছে। এবার এই তালিকায় নাম উঠল বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির। সম্প্রতি তার নাম করে সামাজিক মাধ্যমে লোক ঠকানোর চেষ্টা করছেন কেউ। ভারতীওয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শাবানার এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে এ তথ্য। ওই আইডিতে একটি পোস্টে জানানো হয়েছে, শাবানা আজমির নাম করে তার সহকর্মী ও বন্ধুদের মেসেজ পাঠানো হচ্ছে! পোস্টে সকলকে সচেতন করে লেখা হয়েছে, ‘আমার একাধিক কলিগ ও বন্ধুকে আমার নাম করে মেসেজ পাঠানো হচ্ছে বলেই জানতে পেরেছি। এটা একটা ফিশিং অ্যাটেম্পট ছাড়া আর কিছুই নয়। যারা এই মেসেজের উত্তর দিচ্ছেন তাদের অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জারের জন্য কেনাকাটা করতে বলা হচ্ছে।’

ওই পোস্টে আরও লেখা হয়েছে, 'শাবানাজির নাম করে কোনও কল বা মেসেজ এলে প্লিজ ধরবেন না। এটা একটা সাইবার ক্রাইম। আমরা পুলিশের কাছে যাচ্ছি।'
জানা গেছে, এরইমধ্যে নড়েচড়ে বসেছেন শাবানা। তার আইনজীবী এ ফিশিং অ্যাটেম্পট নিয়ে একটি নোটিশ জারি করেছেন। পাশাপাশি অভিনেত্রী শিগগিরই পুলিশের অভিযোগ নিয়ে যাবেন বলে জানানো হয়েছে ওই পোস্টে।

এর আগে বলিউডের একাধিক তারকার নাম করে লোক ঠকানোর চেষ্টা করেছে প্রতারক চক্র। কিছুদিন আগে সালমান খানের প্রযোজনা সংস্থার নাম করেও ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছিল।