বিনোদন ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ০৩:৩৯ পিএম
দক্ষিণি সিনেমার সবচেয়ে বড় তারকা রজনীকান্ত। দুই বছরের বিরতি ভেঙে ফিরেছেন নতুন ছবি ‘জেলার’ নিয়ে। প্রেক্ষাগৃহে চালাচ্ছেন তাণ্ডব। রোজ গড়ে এক শ কোটি করে আয়ের ঝুলিতে তুলছে ছবিটি। সবমিলিয়ে এ অভিনেতা ভাসছিলেন সাফল্যের জোয়ারে। কিন্তু এবার হতে হচ্ছে কটাক্ষের শিকার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি আধ্যাত্মিক সফরে গিয়েছিলেন রজনীকান্ত। এরপরই তাকে দেখা যায় উত্তরপ্রদেশে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে। সেখানে যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় থালাইভাকে।
কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি রজনীর অনুরাগীরা। প্রায় ২০ বছরের ছোট যোগীকে প ছুঁয়ে প্রণাম করতে দেখে ক্ষুব্ধ হয়েছেন তারা। সেই ক্ষোভ ঝেড়েছেন নেটমাধ্যমে। কেউ লিখেছেন, ‘আত্মসম্মানটা কি তামিলনাড়ুতে রেখে এসেছেন?’ কেউ কেউ তো আবার বিশ্বাসই করতে পারছেন না, এমন কোনও ঘটনা ঘটেছে! তাদের বক্তব্য, ‘উনি কি সত্যি যোগীর পাঁ ছুঁয়েছেন!’ তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি রজনী।
রজনীকান্তের ‘জেলার’ পরিচালনা করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তকে দেখা গেছে পুলিশ কর্মকর্তার চরিত্রে। আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ।