images

বিনোদন

মাসে এত টাকা বিদ্যুৎ বিল দেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক

১৩ আগস্ট ২০২৩, ১০:৪৮ এএম

আরব সাগরের তীরে রাজপ্রাসাদের মতো বাড়ি ‘মান্নাত’-এ রাজার হালে থাকেন শাহরুখ খান। বলিউড বাদশাহর লাইফ স্টাইল রাজাদের থেকে কম কিছু নয়। কিং ভক্তদের মনে এই বাড়ি নিয়ে কম কৌতুহল বর্তমান নয়। তার বাড়ির সামনে অসংখ্যা ভক্তের ভিড় নজরে আসে। সেই বাড়িতে এক মাসের বিদ্যুৎ খরচ কত আসে জানেন?

আজ থেকে প্রায় ৩০ বছর আগে নিজের সমস্ত জমা-পুঁজি দিয়ে বাড়িটি তৈরি করেছিলেন শাহরুখ ও গৌরী। প্রথমদিকে বাড়ির দিয়েছিলেন জান্নাত। অবশেষে ২০০৫-এ তিনি স্থির করেন বাড়ির নাম রাখবেন, মান্নাত। আর এখন তো বিশ্বের সেরা ১০ বাড়ির মধ্যে এটি একটি।

এই বাড়িটি তৈরি করা হয় ১৯২০ সালে। এক ইতালিয়ান আর্কিটেকচার তৈরি করেন। ভেতরের ইন্টেরিয়র আর পাঁচটা প্যালেসের মতো নয়। গৌরী খান নিজে হাতে পুরো বাড়িটাকে সাজিয়েছেন। 

শাহরুখের এই বাড়ির ভেতরে বক্সিং এরিয়া থেকে শুরু করে টেনিস কোর্ট, সুইমিং পুল সবই আছে। বিশাল বড় গার্ডেনও রয়েছে ভেতরে। বসার ঘরে রয়েছে একটি বিশাল লাইব্রেরি।

তবে শাহরুখের এই রাজত্বে বাইরের কারও প্রবেশের কোন অধিকার নেই। অন্দরমহলের কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়। কখনও কখনও শাহরুখ-গৌরীর পোস্ট থেকেও ছড়িয়ে পড়ে বহু অদেখা ফ্রেম। এমতাবস্থায় ভক্তদের অনেকেই জানতে চান যে, শাহরুখের বাড়ির ইলেকট্রিক বিল কত আসে? সেই কৌতূহল মেটালেন কিং খান।

সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই ‘আস্ক মি এনিথিং’ পর্ব নিয়ে হাজির হন শাহরুখ। ১০-১৫ মিনিটের এই সেশনে শাহরুখের কাছে যেকোনো প্রশ্ন রাখার অনুমতি পেয়েছিলেন ভক্তরা। সমস্ত প্রশ্নের উত্তরও দিয়েছিলেন শাহরুখ। সেখানেই একজন জিজ্ঞেস করেন যে, কিং খানের বাড়িতে বিদ্যুৎ বিল কত আসে?

বেশ মজা করে উত্তরটা দিয়েছেন শাহরুখ, ‘আমার বাড়িতে ভালোবাসার আলো ছড়িয়ে থাকে সবসময়। তা দিয়েই বাড়ি আলোকিত হয়ে থাকে। বিল আসে না।’ 

তবে বলিউড তারকাদের বাড়ির ইলেক্ট্রিসিটি বিল যা, আসে তা আকাশ ছোঁয়া। বিশেষ করে শাহরুখ খান বলিউড তারকাদের মধ্যে সর্বাধিক ইলেকট্রিসিটি বিল দিয়ে থাকেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মাসিক ৪৩ থেকে ৪৫ লাখ রুপি ইলেকট্রিক বিল দিয়ে থাকেন তিনি।