images

বিনোদন

‘সুড়ঙ্গ’ মাস্টারপিস, বলছেন কলকাতার দর্শক

বিনোদন ডেস্ক

২৩ জুলাই ২০২৩, ০২:০৪ পিএম

বিশ্ববাজারে সিনেমা উন্মুক্ত হওয়ায় দেশের প্রেক্ষাগৃহেই সীমাবদ্ধ থাকছে না বাংলা চলচ্চিত্র। প্রাচীর পেরিয়ে মুক্তি পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ও হাঁটছে এই পথে। শুক্রবার (২১ জুলাই) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’।

ছবিটি মুক্তির তিনদিন চলছে। কলকাতাবাসীর ‘সুড়ঙ্গে’ ঢোকার আগ্রহ আন্দাজ করতে চোখ রাখ হয় ভারতের অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘বুক মাই শোয়ে’। সেখানে রেটিংয়ের ঘরে চোখ রাখতেই দেখা গেল, ১০ এ ৭.৯ পেয়েছে ‘সুড়ঙ্গ’।

‘বুক মাই শোয়ে’র সাইটে ‘সুড়ঙ্গে’র রিভিউ দিয়েছেন প্রায় দেড় শ জন, যার অধিকাংশই ছবিটির পক্ষে। মন্তব্য প্রাদনকারীদের কথায় উঠে এসেছে সিনেমাটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের অভিনয়ের প্রশংসা।

মনিশা নামের একজন লিখেছন, ‘এক কথায় দুর্দান্ত ছবি। গল্প আহামরি কিছু না হলেও উপস্থাপনা অসাধারণ। সিনেমা হলে শেষ মুহূর্ত পর্যন্ত বসে থাকতে ইচ্ছা করে। শেষ মুহূর্তটা জাস্ট অসাধারণ। ডায়লগ, স্ক্রিন প্লে, বিজিএম ফাটাফাটি। আফরান নিশোকে হ্যাটস অফ। ছবিতে ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রটা আমার আলাদাভাবে ভালো লাগে। তার কমিক, সংলাপ ও সিরিয়াসনেসের কম্বিনেশন দুর্দান্ত। খুব ভালো লেগেছে।’

বিশাল নামের একজন রিভিউতে লিখেছেন, ‘সেরা হয়েছে গুরু। ভালো সিনেমা, সবাই মিলে দেখার সিনেমা।’ আফরান নিশোর প্রশংসা করে শাকিল নামের একজন লিখেছেন, ‘তুমি নাটকেরও বস, এই সিনেমা দেখে বুঝলাম এখন তুমি সিনেমা জগতেরও বস। আগুন হয়েছে সিনেমাটা।’ কেউ কেউ আবার লিখেছেন, “সুড়ঙ্গ’ জাস্ট ফাটিয়ে দিল। কলকাতার শিখতে হবে কেমন করে গল্প বলতে হয়।”

শুরু থেকেই শোনা যাচ্ছিল ‘সুড়ঙ্গ’ সিনেমাটি অশ্লীল। পরিবার নিয়ে দেখার মতো না। এর বিরোধিতা করে একজন রিভিউ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনেকে বলেছেন ছবিটি অশ্লীলতায় ভরা। আচ্ছা বড়দা আপনাদের বলছি, আপনারাই হলিউডের কাজকে দারুণ দারুণ বলেন না! আরে ভাই, গল্পের প্রয়োজনে যতটা দেখানো প্রয়োজন ঠিক ততটাই দেখানো হয়েছে। আর সেই ওয়ান টেক দৃশ্য সত্যিই প্রশংসনীয়।’

রিভিউ প্রদানকারীদের অনেকেই ছবিটিকে মাস্টারপিস বলে দাবি করেছেন। তাদের মতামতগুলো পড়ে বোঝা গেছে, দুই একজন ছাড়া সকলেরই মন ভরিয়ে দিয়েছে ‘সুড়ঙ্গে’র গল্প, অভিনয় ও নির্মাণ।

মুক্তির দিন সন্ধ্যায় কলকাতার অ্যাক্রোপলিস মলে ‘সুড়ঙ্গে’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ওই শোয়ে টলিউড ব্যক্তিত্বদের পাশাপাশি দর্শকের ভিড় ছিল দেখার মতো। তাদের সকলের মুখেই ছিল সুড়ঙ্গের প্রশংসা।

পশ্চিমবঙ্গের ৩১ হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। সেখানে ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।পাশাপাশি দেশেও হল সংখ্যা বাড়ছে হু হু করে। এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হয়েছে ছোটপর্দার বড় তারকা আফরান নিশোর। ‘সুড়ঙ্গে’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি। এখানে তার বিপরীতে আছেন তমা মির্জা। ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী।

আরআর