বিনোদন ডেস্ক
০৪ জুলাই ২০২৩, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ডে মঞ্চ মাতালেন জায়েদ খান। তবে তিনি একা নন, বাংলাদেশি বাংশোদ্ভূত দুই মাকিন তরুণীকে নিয়ে নেচেছেন তিনি।
জায়েদ খান সংবাদমাধ্যমকে জানান, ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই মার্কিন তরুণীর সঙ্গে মঞ্চে পারফর্মের সময় সেখানে ব্যাপক দর্শক ছিল। তাদের হাততালি ও প্রশংসা পেয়েছেন। তার নাচের সঙ্গে উপস্থিত সবাই মেতেছিল।

তিনি বলেন, ভার্জিনিয়ায় ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম ছিল আমার। এখানে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন তরুণী আমার সঙ্গে নাচার আগ্রহ প্রকাশ করেছিল। তাই না করতে পারিনি।
জায়েদ আরও বলেন, ওই দুই তরুণীর পূর্বপুরুষ বাংলাদেশি হলেও তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। আগ্রহ থাকায় তাদের নিয়ে প্র্যাকটিস করি আমি। মঞ্চে খুব ভালো করেছে তারা। পারফর্মের পর জানিয়েছে তারা দুজনেই অনেক হ্যাপি।