images

বিনোদন

কেন খালি পায়ে হাঁটছেন রাম চরণ

বিনোদন ডেস্ক

০৮ এপ্রিল ২০২২, ১০:৫৪ এএম

দক্ষিণী সিনেমা ‘আরআরআর’র সাফল্যে অভনয়শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন রাম চরণ। সিনেমাটির বিজয়রথ এখনও চলছে। ইতোমধ্যে আয়ের অংক পৌঁছেছে এক হাজার কোটি রুপির ঘরে। ফলে রাম চরণের সাফল্য যেন আরও রঙ ছড়াচ্ছে।

কিন্তু মাথায় এমন সাফল্যের মুকুট থাকা সত্ত্বেও আজকাল খালি পায়ে দেখা যাচ্ছে এই নায়ককে। এমনকি সম্প্রতি ‘আরআরআর’ চলচ্চিত্রের যে সেলিব্রেশন পার্টি হয়ে গেল, সেখানেও খালি পায়ে হাজির হয়েছিলেন রাম। যেদিন থেকে তিনি খালি পায়ে হাঁটছেন, সেদিন থেকে বদলে গেছে তার পোশাকাদিও। তিনি কালো পোশাকে শরীর ঢেকে রাখছেন, কপালে তিলকও পরছেন।

Ram Charan 

এসব দেখে তো রাম অনুরাগীরা যারপরনাই অবাক। তাদের মনে একটাই প্রশ্ন, কেন এমন করছেন তাদের প্রিয় নায়ক? তার উত্তর পাওয়া গেছে। রামের এই খালি পায়ে ঘোরাঘুরির পেছনে রয়েছে তার ধর্ম-ভক্তি। আয়াপ্পা দেবেশ ঠাকুরের ভক্ত তিনি। সেই ভক্তি থেকেই তিনি এখন পালন করছেন আয়াপ্পা দীক্ষার ব্রত।

এই ব্রত অনুযায়ী টানা ৪৮ দিন খালি পায়ে হাঁটতে হবে রাম চরণকে। ভুলেও জুতা পরা যাবে না এই সময়টাতে। ব্রত শেষে মন্দিরে পূজা দিয়ে তবেই জুতা পরতে পারবেন তিনি। আপাতত সেটাই করছেন রাম। তবে শুধু খালি পায়ে থাকলেই হচ্ছে না। নিয়ম অনুযায়ী এই ৪৮ দিন মাটিতে ঘুমাতে হবে। তাই বিলাসবহুল শয্যা ফেলে ধর্মকে সম্মান করে মেঝেতেই ঘুমাচ্ছেন তিনি।

Ramcharan RRR

এদিকে রাম চরণের খালি পায়ে হাঁটার এমন কারণ শুনে তো অনুরাগীরাও উচ্ছ্বসিত। প্রিয় নায়কের ধর্ম-ভক্তি দেখে আবেগে তাদের শ্রদ্ধা আরও বেড়ে গেছে।

ব্রত শেষ হওয়ার আগে আরও কিছু পার্টিতে যোগ দিতে হবে দক্ষিণী এই অভিনেতাকে। এরমধ্যে বন্ধুর জন্মদিনের পার্টিও রয়েছে। ভারতীয় গণমাধ্যম বলেছে, সেখানেও নাকি কালো জামা পরে, খালি পায়েই যোগ দিবেন রাম চরণ।

আরআর/আরএসও