বিনোদন প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২২, ০৫:৪৩ পিএম
দুই দশক আগে ‘ইতিহাস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে সম্ভাবনার দুয়ার খুলেছিলেন কাজী মারুফ। কাজী হায়াত পরিচালিত সিনেমা তখন ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। শুধু তাই নয়, প্রথম ছবিতেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন তিনি।
এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন মারুফ। যদিও ছবিগুলো প্রথম ছবির মতো সফলতা পায়নি। ফলে, ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।
এসব পুরনো খবর। নতুন খবর হলো, ‘ইতিহাস’ সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনা করছেন মারুফ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
বিষয়টির বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় কাজী হায়াতের সঙ্গে। তিনি জানালেন, শিগগিরই ‘ইতিহাস-২’ পরিচালনা করবেন তিনি। এখন চলছে চিত্রনাট্যের কাজ।
ঢাকা মেইলকে কাজী হায়াত বলেন, ‘প্রথম কিস্তির ধারাবাহিকতায় দ্বিতীয়টি নির্মাণ করব। মারুফ সেই যে জেলে গিয়েছিল, এখন বিশ বছর পর সে ছাড়া যাবে। এটা ভয়েজ ওভার হবে। জেল থেকে বের হয়ে সে তার বোন আর ভালোবাসার মানুষকে পাবে না। এভাবে গল্প এগোবে।’
এই ছবির অভিনয়শিল্পী সম্পর্কে তিনি বলেন, ‘মারুফের বিপরীতে নতুন নায়িকা থাকবেন। এছাড়া রত্নাও থাকবেন। তবে এখানে দেখানো হবে, তার বিয়ে হয়ে গেছে। মারুফ দেখা করতে যাবে। বোনের চরিত্রে অভিনয়ের জন্য মৌসুমীকে প্রস্তাব দেওয়া হবে। যদি তিনি রাজি না হন, তাহলে চিত্রনাট্য বদল করে বলে দেওয়া হবে, তার বোনটিও চলে গেছে যুক্তরাষ্ট্রে।’
তবে কাজী হায়াত জানালেন, এখন তিনি ‘গ্রীন কার্ড’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন। যুক্তরাষ্ট্রে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। এখানে বসে তিনি ভার্চুয়ালি পরিচালনা করছেন।

তিনি বলেন, “আর এক দিন শ্যুটিং করলে ‘গ্রীন কার্ড’ সিনেমার কাজ শেষ হয়ে যাবে। ইতোমধ্যে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজও শেষ করেছি। এখন একটি গানের দৃশ্যধারণ হচ্ছে। সেটার কাজ শেষে হলে ছবির সঙ্গে জুড়ে দেওয়া হবে। বাংলাদেশ থেকে সরকারি অনুমতি নেওয়া হয়ে গেছে। এটা সম্পূর্ণ আমেরিকায় চিত্রায়িত ছবি। ঈদের পর এটি সেন্সরে জমা দেব।”
জানা গেছে ‘গ্রীন কার্ড’ ছবির সফলতার ওপর নির্ভর করে ‘ইতিহাস-২’ নির্মাণের কাজে হাত দেবেন কাজী হায়াত। এই ছবিতে অভিনয় করছেন প্রবাসী নায়িকা নুসরাত, নওশীন, হিল্লোল প্রমুখ। এছাড়া প্রধান চরিত্রে অভিনয় করছেন মারুফের মেয়ে আরিশা।
আরএসও