images

বিনোদন

মুখোমুখি রাশমিকা-বিজয়ের পরিবার

বিনোদন ডেস্ক

২২ জুন ২০২৩, ০৬:৪০ পিএম

জাতীয় ক্রাশ লিখে গুগলে খুঁজলে যার নাম প্রথমে দেখাবে তিনি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চলচ্চিত্র জগতে তার উত্থান প্রায় ধুমকেতুর মতো। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একাধিক ছবি সুপারহিট হয় নায়িকার। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় রাশমিকা-বিজয় জুটি।

এরপর ইন্ডাস্ট্রিতে গুজব, রাশমিকা-বিজয় প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের ঘনিষ্ঠতা প্রকাশ্যেও নজর এড়ায় না। বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তারকা-জুটিকে। নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কেউ কখনও মুখ খোলেননি।

এবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে একসঙ্গে দেখা গেছে রাশমিকা-বিজয়ের পরিবারকে। একসঙ্গে এক টেবিলে বসে খাওয়াদাওয়া সেরেছেন তারা। তারপর থেকেই জল্পনার অন্ত নেই।

ফাঁস হওয়া ভিডিওতে স্পষ্ট, দুই পরিবার একটি পাঁচতারা হোটেলে খাওয়াদাওয়া সারেন। অনেকক্ষণ একসঙ্গে সময়ও কাটান। দলে ভাগ করে সেলফি তুলতেও দেখা যায় তাদের। বিজয় একটি ধূসর রঙের টি-শার্টে আকর্ষণীয়।রাশমিকা ছিমছাম সাদা টপ, জিনসে। শুটিংয়ের বাইরে চশমা পরেন নায়িকা। এদিনও তিনি সেভাবেই উপস্থিত ছিলেন।

এদিকে রাশমিকা-বিজয়ের পরিবারকে একসঙ্গে দেখে নে্টিজেনরা ভাবছেন, এবার বুঝি সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তারা। নিশ্চয় কোথায় বিয়ের আসর বসবে তা নিয়ে আলোচনা করছেন। তবে বিষয়টি মুখ খোলেননি বিজয়-রাশমিকা।