images

শিক্ষা

বিজ্ঞান ইউনিটের মধ্যদিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে কাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০২ জুন ২০২৩, ০৮:৪২ পিএম

বিজ্ঞান ইউনিটের (এ) ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শেষ হবে কাল। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শনিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আটটি উপকেন্দ্রসহ মোট নয়টি কেন্দ্রে বিজ্ঞান ইউনিটের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় শুরু হয়ে যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তিচ্ছু যেসব শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিল তাদের আসনবিন্যাস জবি ক্যাম্পাস ও এর আওতায় থাকা আটটি উপকেন্দ্রে সাজানো হয়েছে। উপকেন্দ্রগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), নটরডেম কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সরকারি বাংলা কলেজ, গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। এসব কেন্দ্রে পরীক্ষায় বসবেন মোট ৫৬ হাজার ৫৩৬ জন ভর্তিচ্ছু।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটির সূত্র বলছে, সকাল ৯টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে নির্ধারিত রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে কোনোভাবেই কোনো ব্যাগ, মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

Examএর আগে গত ২০ মে ‘বি’ (মানবিক) ইউনিট ও ২৭ মে ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন। বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে সৃষ্টি হওয়া যানজটের ফলে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে হিমশিম খান ভর্তিচ্ছুরা। তাই আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয় এলাকার যানজট নিরসনে ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োজিত থাকবে বলে জানা গেছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান ঢাকা মেইলকে বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। আশা করছি আমাদের ক্যাম্পাস ও এর আওতায় থাকা সকল উপকেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সব কেন্দ্রগুলো প্রস্তুত।

এছাড়া জবির প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানিয়েছেন, কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রক্টরিয়াল বডির সদস্যরাও সকাল থেকেই কেন্দ্রে থাকবে। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার ইউনিটের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

সার্বিক বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আগামীকাল (শনিবার) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হবে। বিগত দুইটি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ইউনিটের পরীক্ষাও ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা করি।

উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান (এ) ইউনিটে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এই ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষ কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরমধ্যে বিজ্ঞান ইউনিটে জবি কেন্দ্রে পরীক্ষা দিতে আবেদন করেছিলেন ৫৬ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী।

প্রতিনিধি/আইএইচ