images

শিক্ষা

আজ শেকৃবিতে মঞ্চস্থ হচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটারের শততম প্রযোজনা

জেলা প্রতিনিধি

৩০ মার্চ ২০২২, ০৭:০৫ পিএম

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আজ রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটারের শততম প্রযোজনা 'বিচারপতি ঘুমিয়ে গেছেন'। 

নাটকের অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী ও সংশ্লিষ্টরা এর মাঝেই পৌঁছে গেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রস্তুত মঞ্চ, শেষ মূহুর্তের সজ্জা ও মঞ্চসজ্জা চলছে। 

মান্নান হীরা রচিত 'বিচারপতি ঘুমিয়ে গেছেন'-নাটকটির এবারের প্রযোজনায় নির্দেশনা দেবেন তাসনিয়া তাহাসিন আরশী। তিনি জাহাঙ্গীরনগর থিয়েটারের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর দর্শন বিভাগের শিক্ষার্থী। 

এজে