images

শিক্ষা

ঢাকা কলেজের ড্রেস দেখলেই তেড়ে আসছে আইডিয়ালের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২৩, ০৩:২৫ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি রাজধানীর তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি অবস্থান নিয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এরইমধ্যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে ধানমন্ডি লেক পাড়সহ কয়েকটি স্থানে। যেখানে ঢাকা কলেজ ড্রেস পরিহিত কোনো শিক্ষার্থীকে দেখলেই তেড়ে আসছে আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা।

বুধবার (২২ মার্চ) দুপুরের ধানমন্ডি লেক পাড়সহ সড়কে ঝটিকা অবস্থান নেয় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এসময় ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকেরে এক শিক্ষার্থীকে মারধর করে তারা।

এ নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থী শাখওয়াত হোসেন ঢাকা মেইলকে বলেন, সকালে সাইন্সল্যাব, সিটি কলেজ মোড়, লেকপাড়, গ্রিন রোড এলাকায় কলেকটি দলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাঁশ, লাঠি-ইট নিয়ে অবস্থান নেয়। এসময় তাদের মূল টার্গে‌ট ছিল ঢাকা কলেজের ড্রেস পরা শিক্ষার্থীরা।

মামুন লিমন নামে আরেক শিক্ষার্থী বলেন, মুহূতেই মিরপুর রোডসহ ফুটপাতে কয়েকটি স্থানে অবস্থান নেয় আইডিয়ালের শিক্ষার্থীরা। রাস্তা দখল না করে তারা ওঁৎ পেতে ছিল। কলেজ ড্রেস পরা কাউকে দেখলেই তেড়ে মারতে আসে। ভয়ে কলেজ ড্রেস পরা অনেক শিক্ষার্থী কলেজেই অবস্থান নেয়। তবে এই ঘটনায় ঢাকা কলেজ ক্যাম্পাসে কোনো উত্তেজনার খবর পাওয়া যায়নি।

সম্প্রতি তিন কলেজের মারামারি নিয়ে ঢাকা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে গত ৯ মার্চ বিশেষ মতবিনিময় সভা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেখানে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার উপস্থিত ছিলেন।

ডিএইচডি/জেবি