images

শিক্ষা

ছাত্রলীগের সোহাগ এবার ঢাবির সিনেট সদস্য

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৩, ১০:৩১ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা সিনেটের সদস্য নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আর্টিক্যাল ২০(১)(কে) অনুযায়ী রেজিস্টার্ড গ্র্যাজুয়েট কর্তৃক নির্বাচিত ২৫ জন প্রতিনিধির মধ্যে এবারের নির্বাচনে তিনি একজন সদস্য নির্বাচিত হন।

বদিউজ্জামান সোহাগ সিনেট সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, আর্টিক্যাল ২০(১)(কে) অনুযায়ী রেজিস্টার্ড গ্র্যাজুয়েট কর্তৃক নির্বাচিত ২৫ জন প্রতিনিধির মধ্যে এবারের নির্বাচনে বাগেরহাট জেলা থেকে প্রথমবার এই সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। তার এ সাফল্যে আমরা গর্বিত।

এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানাতে দেখা যায়।

২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন এইচ এম বদিউজ্জামান সোহাগ।

প্রতিনিধি/এএস