বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৩ পিএম
ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা ঘুরে শাহবাগ মোড়ে শেষ হয়। মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, দলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খোকন।
এসময় সংগঠনটির নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। নয়তো ছাত্রলীগের হামলার প্রতিবাদে পাল্টা হামলার হুঁশিয়ারি দেন তারা।
ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন, ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়ে আজ পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ছাত্রদের অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। কিন্তু ছাত্রলীগ পাকিস্তান শাসন আমলের আইয়ুব খানের মতো শেখ হাসিনার একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তাই আইয়ুব খানের মতোই ছাত্ররা এই সরকারকে এবং তার ছাত্র সংগঠনকে বয়কট করবে।
নূর আরও বলেন, আপনারা একদলীয় সরকারের দুঃস্বপ্ন দেখছেন। আপনাদের জনপ্রিয়তা হিরো আলম দেখিয়ে দিয়েছে। হিরো আলমের সাথেও আপনাদের কারসাজি করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। ২০১৮ সালে আপনারা জাতির সাথে যে প্রতারণা করেছেন, দ্বিতীয়বার জাতি আপনাদের প্রতারণা মেনে নেবে না। আইয়ুব খানকে ছাত্র সমাজ যে শিক্ষা দিয়েছে আপনাদেরকেও সেই শিক্ষা দিয়ে ছাড়বে।
ছাত্র অধিকার পরিষদের ঢাবি সভাপতি আসিফ মাহমুদ বলেন, ছাত্রলীগ কখনো সাধারণ শিক্ষার্থীকে, কখনো বা কুমিল্লার বিজয় উৎযাপনের ব্যানারে হামলা করছে। তাদের নিজস্ব ব্যানারে সামনে আসার সামর্থ্য নেই। যদি প্রকৃতি ছাত্র সংগঠন হন, তাহলে নিজ পরিচয়ে মাঠে আসুন। আবার ডাকসু নির্বাচন দিন। ২৮ বছর পর ডাকসু নির্বাচন দিয়ে আপনারা আর নির্বাচনের সাহস করতে পারছেন না। আপনারা জেনে গেছেন এই ছাত্র সমাজ আপনাদের পক্ষে না।
তিনি আরও বলেন, প্রক্টর বরাবরের মতোই ছাত্রলীগের হামলায় নিশ্চুপ। আমরা যখন প্রক্টরকে হামলার বিষয়ে জানাই তিনি বলেন আমাদের হাতে সব কিছু থাকে না। যদি আপনাদের কাছে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা না থাকে তাহলে প্রশাসনের জায়গা দখল করে বসে আছেন কেন।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা টিএসসিতে কেক কাটতে গেলে ছাত্রলীগ বাধা দেয়। এসময় ছাত্রলীগ টিএসসির প্রবেশ পথ অবরোধ করে রাখে এবং মুখোমুখি দুই দল শ্লোগান দিতে থাকে। উত্তেজনার এক পর্যায়ে ছাত্রলীগ ছাত্র অধিকার পরিষদের ওপর হামলা চালালে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
প্রতিনিধি/এমএইচএম