images

শিক্ষা

কমেছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৯ পিএম

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কমেছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রকাশিত ফলে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটোতেই এগিয়ে আছে মেয়েরা।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২২ সালে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ যেখানে আগের বছরে পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ। পাশের হার কমেছে প্রায় ১০ শতাংশ। এছাড়াও এ বছর কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯, যেখানে এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

এ বছর সারাদেশে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। গত বছর এই সংখ্যা ছিল ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন, আর উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  বলেন, এবার মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। যার মধ্যে ছাত্রীর পাসের হার ৮৭.৪৮ শতাংশ। আর ছাত্রের পাসের হার ৮৪.৫৩ শতাংশ।

দীপু মনি আরও বলেন, এবার মোট জিপিএ-৫ ধারী শিক্ষার্থীর সংখ্যা মোট ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৯৫ হাজার ৭২১ জন, আর ছাত্রের সংখ্যা ৮০ হাজার ৫৬১ জন।

ডব্লিউএইচ/এএস