নিজস্ব প্রতিবেদক
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৭ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের একেবারে পশ্চিম তীরে চন্দ্রিমা মডেল টাউন। তুরাগ নদের কোল ঘেষা এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা কলেজ। স্থানীয় বড় বড় কলেজের ভিড়ে নিজেদের অস্তিত্বের জোরালো প্রমাণ দিয়েছে কলেজটি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী পাস করেছে বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।
আল হেরা কলেজের মানবিক বিভাগের অধ্যাপক স্বপন কুমার মিত্র ঢাকা মেইলকে জানান, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলেজটি থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থী পাস করেছে।
শতভাগ পাসের হারে উল্লাস প্রকাশ করে কলেজটির ব্যবসায় শিক্ষা বিভাগের অধ্যাপক ইবনে সাদী ঢাকা মেইলকে বলেন, আমাদের শতভাগ শিক্ষার্থী যেমন পাস করেছে, একই সঙ্গে জিপিএ-৫ এসেছে। এছাড়া এমন শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে, যারা এসএসসিতে জিপিএ-৫ পায়নি।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এমপিওভুক্ত কলেজটিতে তুলনামূলক নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীরাই পড়াশোনা করে। নামমাত্র বেতনে শিক্ষা প্রদানের জন্য প্রসিদ্ধ কলেজটি।
বরাবরই উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে আসছে শিক্ষাপ্রতিষ্ঠান আল হেরা কলেজ। অধ্যক্ষ চৌধুরী মুগিস উদ্দিন মাহমুদে নেতৃত্বাধীন কলেজটি ছোট পরিসরে শিক্ষার্থীদের মেধার মান উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন কলেজের শিক্ষকরা।
এদিকে ফলাফল পেয়ে কলেজে এসেছে কয়েজজন শিক্ষার্থী। তারা আনন্দ প্রকাশের পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজের প্রতি।
কারই/এএস