images

শিক্ষা

সাপ্তাহিক বন্ধেও খোলা থাকবে ঢাবির সেমিনার-লাইব্রেরি

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২৩, ০৫:১৮ পিএম

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভাগ ও ইনস্টিটিউটগুলোর সেমিনার-লাইব্রেরি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের ঘাটতি পূরণের পাশাপাশি শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিশেষায়িত বিষয়ে পাঠ কার্যক্রমের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাবির জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

>> আরও পড়ুন: জবি শিক্ষককে হত্যার হুমকি, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিনে সেমিনার-লাইব্রেরি রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য বিশ্ববিদ্যালয়ে নব-প্রতিষ্ঠিত ‘স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট’ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের প্রতীকী সম্মানীও দেওয়া হবে।

ডব্লিউএইচ/আইএইচ