images

শিক্ষা

জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাসপিয়া, সাধারণ সম্পাদক রানা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২২, ১০:৫৭ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ২০২২-২৩ মেয়াদে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের রানা ইসলাম দায়িত্ব পেয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ও সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম কমিটির অনুমোদন দেন।

কমিটিতে অন্যান্য পদে মধ্যে সহসভাপতি পদে মো. তাহসিন ফাহাদ, মো. আতিকুর রহমান, মো. শাহরিয়ার কবির রিশাত, আফরিদা তাবাসসুম, কোষাধ্যক্ষ পদে সাফকাতুল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার চৌধুরী বর্ণীয়, সাফায়েত আরদিত নাবিল ও মো. নাইমুল হাসান সুপ্ত দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি তাসপিয়া ইসলাম ঢাকা মেইলকে বলেন, প্রফেশনাল জীবনে শিক্ষার্থীদের সচেতন এবং আত্মবিশ্বাসী করার লক্ষ্যে ২০১১ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যরিয়ার ক্লাবের (জেএনইউসিসি) পথচলা শুরু  হয়। প্রতিবছর জেএনইউসিসি থেকে আয়োজিত হচ্ছে সেমিনার, কেইস কম্পিটিশন, ক্রিয়েটিভিটি কম্পিটিশন, আইডিয়া কম্পিটিশন ইত্যাদি। এই ধারাবাহিকতায় ক্লাবের প্রতিটি সদস্যের উন্নয়ন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের নতুন কমিটির মূল লক্ষ্য।’

প্রতিনিধি/জেবি