images

শিক্ষা

এসএসসি ও সমমানে অনুত্তীর্ণ আড়াই লাখ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২২, ০১:৫১ পিএম

এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া দুই লাখ ৫০ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সনের পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ২০ লাখ ৩৪ হাজার ১৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩৯ হাজার ৮৮১ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেওয়া ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ- ৫ পেয়েছে দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন। তাদের মধ্যে ছাত্র এক লাখ ২১ হাজার ১৫৬ জন এবং ছাত্রী এক লাখ ৪৮ হাজার ৪৪৬ জন।

অনুত্তীর্ণ দুই লাখ ৫০ হাজার ৫১৮ জন পরীক্ষার্থীকে হতাশ না হতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

অনুত্তীর্ণদের মধ্যে ঢাকা বিভাগেই ৩৯ হাজার ২৭৩ জন। যা অন্যান্য সকল বোর্ডের মধ্যে সর্বোচ্চ।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ড ও অন্যান্য চারটি বোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। শিক্ষাবোর্ডটিতে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।

কী কী কারণে এই বোর্ডে পাসের হার কম তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ফল প্রকাশকালে অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

কারই/জেবি