images

শিক্ষা

এসএসসি ও সমমানে জিপিএ-৫ প্রায় দুই লাখ ৭০ হাজার

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২২, ০১:৩৮ পিএম

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন। তাদের মধ্যে ছাত্র এক লাখ ২১ হাজার ১৫৬ জন এবং ছাত্রী এক লাখ ৪৮ হাজার ৪৪৬ জন।

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল), পরীক্ষা ২০২২ এর ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

এ সময় অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া দুই লাখ ৫০ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে।

অনুত্তীর্ণদের মধ্যে ঢাকা বিভাগেই ৩৯ হাজার ২৭৩ জন। যা অন্যান্য সকল বোর্ডের মধ্যে সর্বোচ্চ।

কী কী কারণে এই বোর্ডে পাসের হার কম তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করা হয়।

এবার এসএসসিতে উত্তীর্ণ হয়েছে ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গেল বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা

কারই/জেবি