images

শিক্ষা

অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২২, ০১:০৬ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষা শুরু হবে আজ সোমবার (১৭ অক্টোবর)। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে একযোগে এই পরীক্ষা চলবে।

দেশের ৩২৪ কেন্দ্রে ৮৮০টি অনার্স কলেজের প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর পরীক্ষার রুটিন প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) মো. আতাউর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয়।

এসএএস/এএস