নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ এএম
বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পড়ছে। তরঙ্গদৈর্ঘ্যরে সূর্যের অতিবেগুনি রশ্মি মানবদেহের ত্বক এমনকি হাড়ের ক্যানসারসহ অন্যান্য মারাত্মক ব্যাধি সৃষ্টি করে। এই ক্ষতিকর রশ্মি পৃথিবীর জীবজগতের সব প্রাণের প্রতি তীব্র হুমকিস্বরূপ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) আয়োজিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতার এসব কথা বলেন বক্তারা।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন বলেন, ওজোন স্তর ক্ষয় আমাদের জন্য হুমকি। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। সচেতনতার পাশাপাশি নানা কর্মসূচির মাধ্যমে কল্যাণমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবেশ বিজ্ঞান বিভাগের একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ডা. গুলশান আরা লতিফা বলেন, ‘সচেতনতার অভাবে আমরা বিভিন্নভাবে ওজোন স্তরের ক্ষতি করছি। ফলে বিভিন্ন রোগ বাড়ছে। তাই এখন থেকেই সচেতনতা বাড়াতে হবে। সবুজ গ্রহ রক্ষা করতে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং ডিসিপ্লিনের প্রধান মো. রবিউল কবির এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মাহমুদা ইসলাম।
ডিএইচডি/এইউ