images

শিক্ষা

রাবি ক্যাম্পাসের অভ্যন্তরে অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৭ আগস্ট ২০২২, ০৭:০২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশত দোকানপাট উচ্ছেদ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে গড়ে ওঠা এসব দোকানে অভিযান পরিচালনা করেন অবৈধ দোকান উচ্ছেদ কমিটি।

গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকল অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বেঁধে দেওয়া সেই সময়ের মধ্যে তারা উঠে না যাওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিশ্ববিদ্যালয় অবৈধ দোকান উচ্ছেদ কমিটির কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেট, বিজ্ঞান ভবন, মেয়েদের হল, টুকিটাকি চত্বর, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন, মমতাজ উদ্দিন কলা ভবন, শহীদুল্লাহ্ কলা ভবন, ইবলিশ চত্বর, ডিনস কমপ্লেক্স, কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম ও আমতলার আশেপাশে প্রায় শতাধিক অবৈধ দোকান গড়ে উঠেছে। অবৈধ এসব দোকানপাট গড়ে ওঠায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশেও পড়ছে বিরূপ প্রভাব। এর ফলশ্রুতিতে গত ২১ আগস্ট নোটিশ জারি করে ২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টার  মধ্যে দোকানপাট সরানোর জন্য দোকানিদের কাছে নোটিশ পাঠানো হয়।

উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও অবৈধ দোকান উচ্ছেদ কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুজ্জামান জোয়ার্দার বলেন, দোকানিদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা সরে না যাওয়ায় আজকে আমরা অভিযান পরিচালনা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে, ক্যাম্পাসের নির্দিষ্ট কয়েকটি জায়গায় স্থাপনা তৈরি করবে। নির্দিষ্ট সেই স্থাপনায় খাবার বা অন্যান্য দোকান রাখা হবে।

প্রশাসনে নির্ধারিত জায়গায় কারা দোকান করার সুযোগ পাবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক জোয়ার্দার বলেন,  ১০ বছর বা তারও বেশি সময় ধরে যারা ক্যাম্পাসে দোকান করছে এবং যাদের জীবিকা এই দোকানের আয়ের ওপর নির্ভরশীল, শুধুমাত্র তাদেরকে সুযোগ দেওয়া হবে। এর জন্য তাদেরকে অনুমিত চেয়ে প্রশাসনের কাছে আবেদন করতে হবে। আমরা ইতোমধ্যে ৯টি জায়গা চিহ্নিত করেছি। তবে এসব জায়গায় শিক্ষার্থীদের দ্বারা চালিত কোনো দোকান স্থাপনের সুযোগ দেওয়া হবে না। এছাড়া যারা নিয়ম বহির্ভূত দোকান বসানোর জন্য অপচেষ্টা করবে, তাদের দোকান জব্দ করে সঙ্গে সঙ্গে উচ্ছেদ করে দেওয়া হবে।

অবৈধ দোকান উচ্ছেদ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, আমরা ২৫ আগস্ট অবৈধ দোকান উচ্ছেদের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। দোকানিরা এ নির্দেশনা না মানায় আমরা দোকান উচ্ছেদ অভিযানে নেমেছি। তবে কিছু দোকানিদেরকে পুনরায় দোকান স্থাপনের জন্য সুযোগ দেওয়া হবে। তবে আমরা কিছু জায়গা চিহ্নিত করে সেখানে তাদের প্রশাসন থেকে দোকান স্থাপন করে দেওয়া হবে। সেগুলো দেখতে অনেক সুন্দর হবে। খাবারের মান ও দাম যেন ঠিক থাকে, সে বিষয়ে সব সময় তদারকি করা হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এইচই