নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২২, ১২:০১ এএম
শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক দুইদিন ছুটি ঘোষণা হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষায় এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে। ছুটির দিনেও এসএসসি-সমমান পরীক্ষা হবে। অর্থাৎ পূর্বে ঘোষিত রুটিন পরিবর্তন হবে না।
তিনি বলেন, যেহেতু পরীক্ষার রুটিন আগে প্রকাশ করা হয়ে তাই শনিবার স্কুল ছুটি থাকলেও এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে। এতে পরীক্ষা আয়োজনে কোনো অসুবিধা হবে না। তবে, পরবর্তী বোর্ড পরীক্ষাগুলো রুটিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি মাথায় রেখেই করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। সোমবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন শাখার উপ-সচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি-সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে।
প্রকাশিত রুটিনে দেখা গেছে, প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এই স্তরে বিকেলে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।
এসএএস/এইচই