নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম
হিজাব-নিকাব পরিহিত নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদলের এক নেতা। তার নাম তুহিন রানা। তিনি রেবোরি ছাত্রদলের সহসভাপতি।
সোমবার (২৭ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণায় নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের ডাকা এক সম্মেলন সংক্রান্ত সংবাদের নিচে ফেসবুকে ওই মন্তব্য করেন তুহিন রানা।
সেখানে তিনি লেখেন, ‘ওই সমস্ত মহিলাদের দেখলে ভয়ও লাগে, কেমন জানি ভূতের মতো। নারীদের দিয়ে প্রচারণা করার প্রবণতা এত কেন?’
তার এই মন্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বলছেন, দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য অত্যন্ত অবমাননাকর ও অশালীন।
তাদের মতে, হিজাব-নিকাব কিংবা বোরকা কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের পোশাক নয়; এটি ধর্মীয় অনুশাসনের সঙ্গে সম্পৃক্ত। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর একটি বড় অংশ পর্দা পালনে সচেতন, ফলে এ ধরনের মন্তব্য সরাসরি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, পর্দানশীন নারীদের ‘ভূতের মতো লাগে’—এমন মন্তব্য কুরুচিপূর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ। এটি নারীদের প্রতি চরম অবমাননাকর এবং নারীর মর্যাদার পরিপন্থী।
এ বিষয়ে তুহিন রানার সঙ্গে যোগাযোগ করা হলে তুহিন রানা মন্তব্যের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, মহিলারা যখন কালো বোরখা, হিজাব, নিকাব পরে, তখন তাদের দেখতে কালো ভূতের মতো লাগে—আমি সেই অর্থেই বলেছি।’
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এম/এএইচ