images

শিক্ষা

ছুরি দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চার শিক্ষার্থীর কাছ থেকে ছুরি দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ ফয়সাল নামে এক ছাত্রদল নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা পার্কসংলগ্ন গেটে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা হলেন সৌরভ হাসান, মিফতাহুল শাহরিয়ার নিয়াজ, দিয়ান পারভেজ ও মাহি ইসলাম। তাঁরা স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

অভিযুক্ত আরিফ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের কর্মী। বর্তমানে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৩ আসনের ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আরিফ ফয়সাল অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, কয়েকজন ছিল। কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিছু পরিচিত। বাকবিতণ্ডার মধ্যে ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা দাবি করেন, রোববার রাতে চার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। কাজ শেষে তাঁরা রমনার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পথে কয়েকজন ব্যক্তি তাঁদের ডেকে বসতে বলেন। কেন ডাকা হয়েছে—এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী মিফতাহুল শাহরিয়ার নিয়াজ আহত হন। এতে তাঁর চোখ ও কপালের মাঝামাঝি অংশে গুরুতর জখম হয়। বাকি তিন শিক্ষার্থীকে গাছের ডাল দিয়ে পায়ে আঘাত করা হয়। পরে তাঁদের কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাঁদের মোবাইল ফোনের মাধ্যমে আরও ১৫ হাজার টাকা নগদে একটি অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করা হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি বিকাশের দোকানে তিনজন ছাত্র দোকানদারের কাছ থেকে টাকা উত্তোলন করছেন। পরে তাঁরা সেখান থেকে চলে যান।

নগদ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ওই চার শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া ১৫ হাজার টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল এলাকার একটি স্টেশনারি দোকান থেকে ক্যাশআউট করা হয়েছে। সময় ছিল রাত ৮টা ৬ মিনিট। একই ফুটেজে অভিযুক্ত আরিফ ফয়সালকে স্পষ্ট দেখা যায়। তিনি রাত ৮টা ৮ মিনিটে ওই দোকান থেকে ১৫ হাজার টাকা তুলে বেরিয়ে যান।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি জানি না। কেউ ছাত্রদল করলেই সে ছাড় পাবে—এমন নয়। ছিনতাইকারী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় প্রক্টর অফিসে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমআইকে/এআর