বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিষ্কার–পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ‘আমাদের ক্যাম্পাস আমরাই পরিষ্কার রাখব’ স্লোগানে এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভ সংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, পরিষ্কার–পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ আরও বেগবান করা সম্ভব।
একই সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পরিবেশকে টেকসই রাখতে আমাদেরই উদ্যোগ নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন নিরাপদে জীবনযাপন করতে পারে, সে জন্য এখন থেকেই পরিবেশ রক্ষায় সচেতন হওয়া জরুরি। আমরা শিক্ষার্থীরা সচেতন হলেই পুরো বাংলাদেশ বদলে যেতে পারে।
বসুন্ধরা শুভ সংঘের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুনায়েদ আহমেদ বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে ক্যাম্পাসকে নিজের বাড়ির মতো ভাবতে হবে। খাবারের উচ্ছিষ্ট, ময়লা কিংবা কাগজের টুকরা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে এবং একটি টেকসই পরিবেশ নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সচেতন হলে দেশও সচেতন হবে—এই বিশ্বাস নিয়েই আমাদের কার্যক্রম এগিয়ে যাবে।
উল্লেখ্য, ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে সারা দেশে বসুন্ধরা শুভ সংঘ বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে নারীদের সাবলম্বীকরণে সেলাই মেশিন প্রদান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদানসহ নানা ধরনের উদ্যোগ, যা দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা রাখছে।
এআর