images

শিক্ষা

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

সরেজমিনে দেখা গেছে, দুপক্ষের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় সাইন্সল্যাব সংলগ্ন মিরপুর রোডের নিউমার্কেট অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। নিউ মার্কেট এলাকায় যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা দুই পক্ষকে শান্ত রাখার চেষ্টা চালাচ্ছেন।

দুপক্ষের সংঘর্ষের কারণে সাইন্সল্যাব মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য সড়কের মাঝখানে অবস্থান করছেন। মিরপুর রোডের নিউমার্কেট অংশে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থীরা অবস্থান করছেন, অপরদিকে গ্রিন রোড অংশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

পুলিশ জানিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দুই পক্ষকে আলাদা রেখে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে।

জানা গেছে, আগেরদিন ছুটির পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শাখার এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

পরবর্তীতে আর বৃহস্পতিবার আহত ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে উপস্থিত হলে তার সহপাঠীরা পুরো ঘটনা জানতে পারেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একপর্যায়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে সাইন্সল্যাব এলাকায় ধাওয়া দেন। যার ধারাবাহিকতায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

তবে আহত ওই শিক্ষার্থীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ/এএম