বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিজনেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবু রায়হান পাপ্পু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিবুল হাসান।
সম্প্রতি বিভাগের এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামসুন নাহার।
সভায় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, ক্লাব মডারেটর ড. মো. রুহুল আমিন মোল্লা, অধ্যাপক ড. আব্দুল মান্নান, রাবিতা সাবাহ, সালাহ উদ্দীন ও রোকসানা আক্তার।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মো. আবু রায়হান পাপ্পু বলেন, ‘এআইএস বিজনেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ এআইএস বিজনেস ক্লাবকে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বাস্তবমুখী শিক্ষার একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।’
সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান তার বক্তব্যে বলেন, ‘সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইনশাআল্লাহ এআইএস বিজনেস ক্লাবের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, পরিকল্পিত ও ফলপ্রসূ করে তোলাই আমার প্রধান লক্ষ্য। সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটিকে দক্ষতা ও নেতৃত্ব বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়া হবে।’
এএইচ