images

শিক্ষা

‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রসৃতাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশের এক দফা দাবিতে অধ্যাদেশ মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। 
 
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের ফুটপাতে কাঠ ও বাঁশ দিয়ে "অধ্যাদেশ মঞ্চ" তৈরি করা হয়। এ সময় মাস্টার্স শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে আন্দোলনকারী স্বল্পসংখ্যক শিক্ষার্থী এই মঞ্চে অবস্থান করছেন। একই সময়ে বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল ও সোহরাওয়ার্দী মিলে একটি এবং তিতুমীর কলেজের সামনে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ তৈরি হচ্ছে।
 
এ সময় সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনে মুখপাত্র আবদুর নরহমান বলেন, ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি হবে। ট্রাকের মধ্যে একটি ভাসমান মঞ্চ হবে। ৭টি ক্যাম্পাসের সামনে মোট ৪টি মঞ্চে ভাসমান মঞ্চটি বিচরণ করবে। নির্দিষ্ট সময়ে ভাসমান মঞ্চ একেক ক্যাম্পাসে জনসভা করে সংকট এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। চাইলে সাংস্কৃতিক কার্যক্রমও হতে পারে।
 
তিনি আরও বলেন, এই সপ্তাহের বুধবারে অধ্যাদেশের ব্যাপারে কোনো প্রকার নেগেটিভ আপডেট এলে সেদিনই মার্চ ফর যমুনা হতে পারে। বুধবার আপডেট পজেটিভ হলে বৃহস্পতিবার ৪টি অধ্যাদেশ মঞ্চ থেকে সবাই একযোগে সায়েন্স ল্যাবের ভাসমান মঞ্চে একত্র হবে। সেখান থেকে বৃহৎ আনন্দ মিছিল বের হয়ে ঢাকা বিচরণ করবে।
 
জানতে চাইলে ঢাকা কলেজের শিক্ষার্থী হাসান মামুন বলেন, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দীর্ঘ সময় ধরে আমরা দাবি জানিয়ে আসছি। নানাভাবে সাত কলেজের শিক্ষার্থী বঞ্চিত হয়েছে। নিজেদেরকে বিকশিত করার সুযোগ পায়নি। অধ্যাদেশ জারির মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘ দিনের বঞ্চনার অবসান হবে।
 
ইডেন মহিলা কলেজের শিক্ষা ফারহানা আফরিন বলেন, দ্রুত অধ্যাদেশ চাই। সাত কলেজের শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় দেয়া যাবে না। শিক্ষার গুণগত পরিবর্তন চাই। সাত কলেজের শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে।
 
শিক্ষার্থীদের দাবি, গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া প্রকাশ করলেও তা এখনো অধ্যাদেশ আকারে জারি করা হয়নি। গত ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, জানুয়ারির প্রথম সপ্তাহেই অধ্যাদেশ জারি করা হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন।
 
উল্লেখ্য, গতকাল (১৮ জানুয়ারি) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রবিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে জানা গেছে।
 
এসএইচ/এআর