images

শিক্ষা

অধ্যাদেশ মঞ্চের এক দফা দাবি, রাজপথে সাত কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ এএম

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আন্দোলন জারি রেখেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন করবেন তারা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ও হালনাগাদকৃত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর খসড়ার ওপর অধ্যাদেশ জারির দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে একটি ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচন করা হবে। পাশাপাশি রাজধানীর আরো কয়েকটি স্থানে অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে।

শিক্ষার্থীদের দাবি, গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া প্রকাশ করলেও তা এখনো অধ্যাদেশ আকারে জারি করা হয়নি। গত ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, জানুয়ারির প্রথম সপ্তাহেই অধ্যাদেশ জারি করা হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন।

আন্দোলনরত প্রতিনিধিরা জানান, আজ সায়েন্সল্যাবে স্থাপিত ‘অধ্যাদেশ মঞ্চ’ থেকেই চূড়ান্ত লক্ষ্য অর্জনে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে গত ১৪ ও ১৫ জানুয়ারি রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি মোড় অবরোধ করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল। আজকের গণজমায়েতকে কেন্দ্র করেও সায়েন্সল্যাব ও সংলগ্ন এলাকায় তীব্র যানজট এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে অধ্যাদেশটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় আছে উল্লেখ করে বলা হয়, জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়— এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো যাচ্ছে।

এদিকে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই মঞ্চ থেকে দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও অন্যান্য সুধীজনকে আকৃষ্ট করবেন। পাশাপাশি দেশবাসীকে দাবির যৌক্তিকতা বোঝানো হবে— কেন এখনই অধ্যাদেশ প্রয়োজন।

এসএইচ/এফএ