বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ এএম
দুই বছর আগের বক্তব্যের জের ধরে জামায়াত সমর্থিত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মানহানি মামলা দায়ের করেন তিনি।
রোববার (১৮ জানুয়ারি) আদালত দায়ের করা মামলাটি গ্রহণ করেন এবং আগামী পহেলা ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেন।
বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৫০০/৫০১/৫০৬ (মানহানি) অনুযায়ী এ মামলা করা হয়।
এ বিষয়ে মামলার বাদী সোলাইমান চৌধুরী বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে কুষ্টিয়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছি। মামলায় আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননাকর মন্তব্য এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদ্রুপমূলক বক্তব্য প্রদানের অভিযোগ উত্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসার জন্য মামলা করা হয়নি। প্রকাশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সমাজে শালীনতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার স্বার্থেই আমি আইনানুগ পথ অবলম্বন করেছি। আদালত নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং বিচারাধীন বিষয়ে আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করছি।
এ বিষয়ে মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, আমির হামজার ওপর যে মামলা দায়ের করা হয়েছে তা গৃহীত হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী কোর্ট সিদ্ধান্ত দিবেন।
জানা যায়, ২০২৩ সালে চট্টগ্রাম অঞ্চলের কোনো এক ওয়াজ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম উচ্চারণে কুকুর বলেন তিনি। সম্প্রতি তার বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিতর্ক সৃষ্টি হয়। গত ১৭ই জানুয়ারি মুফতি আমির হামজা তার এই বক্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ক্ষমা চান।
প্রতিনিধি/টিবি