images

শিক্ষা

সোমবার ৪টি ‘অধ্যাদেশ মঞ্চ’ করবে সাত কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আগামীকাল সোমবার চারটি ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েত করবে সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৪ টায় ফেইসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির মুখপাত্র মো. আব্দুর রহমান।

পোস্টে তিনি লেখেন, ‘ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি হবে। ট্রাকের মধ্যে একটি ভাসমান মঞ্চ হবে। এরমধ্যে ঢাকা কলেজ, ইডেন, বদরুন্নেসা মিলে একটি অথবা দুটি, বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী মিলে একটি এবং তিতুমীর কলেজের সামনে একটি। ৭ টি ক্যাম্পাসের সামনে মোট ৪টি মঞ্চে ভাসমান মঞ্চটি বিচরণ করবে। নির্দিষ্ট সময়ে ভাসমান মঞ্চ একেক ক্যাম্পাসে জনসভা করে সংকট এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবে। চাইলে সাংস্কৃতিক কার্যক্রমও হতে পারে।’

বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির এই মুখপাত্র আরও বলেন, ‘কোনো প্রকার নেগেটিভ আপডেট আসলে ‘মার্চ ফর যমুনা’ হতে পারে। তবে, পজেটিভ খবর হলে ৪টি অধ্যাদেশ মঞ্চ থেকে সবাই একযোগে সাইন্সল্যাবের ভাসমান মঞ্চে এসে একত্রিত হবেন। সেখান থেকে বৃহৎ আনন্দ মিছিল বের হয়ে ঢাকা বিচরণ করবে।’

এরআগে গত ১৭ জানুয়ারি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়।

এম/এএম