১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধুসভার ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ২০২৬-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান সোনিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. তারেক হাসান।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি নাহিন জামান সিদ্দিকী মুনিম ও ইফতিখার আলম জুনাইদ; যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাহফুজ ও সোনিয়া আক্তার; সাংগঠনিক সম্পাদক ফারদিন ইসলাম ইমন, সহ সাংগঠনিক সম্পাদক নূর ইলাহী ইমরান ও আশিকুল ইসলাম ভূইয়া, অর্থ সম্পাদক মো. সোহাগ মিয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও প্রচার সম্পাদক মোছা. হ্যাপি, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মিরাজ খান, সাংস্কৃতিক সম্পাদক তানজিন হাসান মৌ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জাফিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক জিলানী হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আল মামুন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাকিব আহমেদ সাদী, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাবরিন জাহান খান মৌরি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবিদ হাসান বাধন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক অনিমা ফেরদৌসী , ম্যাগাজিন সম্পাদক মো. আশিক হোসেন, বইমেলা সম্পাদক জান্নাতুল মাওয়া লিশা, কার্যনির্বাহী সদস্য হিসেবে নাজমুল হক অনন্ত ও মো. রানা ইসলাম মনোনীত হয়েছেন।
সম্প্রতি নতুন কমিটির সভাপতি নুসরাত জাহান সোনিয়ার সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন বলেন, ‘বন্ধুসভা শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনা, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক নেতৃত্ব গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবে। একই সঙ্গে ক্যাম্পাসে গঠনমূলক ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে প্রথম আলো বন্ধুসভাকে আরও গতিশীল করবে বলে আমি আশাবাদী।’
নতুন কমিটির সভাপতি নুসরাত জাহান সোনিয়া বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আগের রীতি অনুযায়ীই কর্ম পরিচালনা করবে, এবং একই সাথে নতুন সদস্যদের হাত ধরে ক্যাম্পাসে সংগঠনের সাহিত্য সংশ্লিষ্ট কাজ ছাড়াও কাজের আরও বিস্তৃতি বাড়াতে কাজ করবে এবারের কমিটি। সংগঠনের গতি বাড়াতে যা যা প্রয়োজন, তাই করতে আমরা কাজ করে যাবো।’
কমিটির সাধারণ সম্পাদক মো. তারেক হাসান বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সর্বদা কল্যান ও ভালো কাজে নিযুক্ত থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সেই কল্যাণের অংশীদার। নতুন উদ্যমে এগিয়ে যেতে সকল বন্ধুদের নিয়ে একসাথে কাজ করে যাবো আমরা।’