নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। রাজধানীতে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তারা। আগামী সোমবার (১৯ জানুয়ারী) সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে এ কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
খসড়া প্রকাশের পর বিভিন্ন মহলে পক্ষে ও বিপক্ষে আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে। এসব সভায় পাওয়া মতামতের আলোকে খসড়াটি পরিমার্জন ও হালনাগাদ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আন্দোলনকারীরা জানান, রাষ্ট্রপতির পক্ষ থেকে অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সোমবার সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েত ও ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে। ওই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে, গত ১৪ ও ১৫ জানুয়ারি একই দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।
এম/এএস