উপজেলা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে রাবিতে এসেছেন। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
‘সি’ ইউনিটের আসন ও অনুষদ বিন্যাস
এ বছর ‘সি’ ইউনিটের পরীক্ষা দুটি শিফটে নেওয়া হচ্ছে। এই ইউনিটটি মোট সাতটি অনুষদ এবং তার অধীনে থাকা ২৬টি বিভাগের সমন্বয়ে গঠিত। অনুষদগুলোর বিন্যাস নিম্নরূপ: বিজ্ঞান অনুষদ: ৯টি বিভাগ; জীববিজ্ঞান অনুষদ: ৬টি বিভাগ; প্রকৌশল অনুষদ: ৫টি বিভাগ; কৃষি অনুষদ: ২টি বিভাগ; ভূ-বিজ্ঞান অনুষদ: ২টি বিভাগ; ফিশারিজ অনুষদ: ১টি বিভাগ।
ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ: ১টি বিভাগ
আসন সংখ্যা: এ বছর ‘সি’ ইউনিটে ২০টি আসন বাড়ানো হয়েছে, যার ফলে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৩৬টি। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১,৪৯৬টি আসন (গত বছর ছিল ১,৪৬০টি) এবং অ-বিজ্ঞান শাখার জন্য ৪০টি আসন (গত বছর ছিল ৫৬টি) বরাদ্দ রয়েছে। অ-বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (১০টি), ভূগোল ও পরিবেশবিদ্যা (১০টি) এবং মনোবিজ্ঞান বিভাগে (২০টি) ভর্তির সুযোগ পাবেন।
পরীক্ষার সময়সূচি ও আবেদন পরিসংখ্যান
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়, যা শেষ হবে দুপুর ১২টায়। তিন ঘণ্টার বিরতি শেষে দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ বছর তিন ইউনিটে মোট ২ লাখ ৭২ হাজার ৬২৫টি আবেদন জমা পড়েছে। ইউনিটভিত্তিক পরিসংখ্যান: ‘এ’ ইউনিট (মানবিক): ১ লাখ ১৫ হাজার ৫১৫টি; ‘বি’ ইউনিট (বাণিজ্য): ৩০ হাজার ৮৮৬টি (বাণিজ্য ১৮ হাজার ৪৫২ জন ও অ-বাণিজ্য ১২ হাজার ৪৩৪ জন); ‘সি’ ইউনিট (বিজ্ঞান): ১ লাখ ২৬ হাজার ২২৫টি (বিজ্ঞান ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন ও অ-বিজ্ঞান ৫ হাজার ৩৮৭ জন)।
প্রশাসনের বক্তব্য ও পরবর্তী পরীক্ষা
পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে প্রবেশ করেছে। আমাদের স্বেচ্ছাসেবীরা তাদের সহায়তা করছেন। প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের বসার সুব্যবস্থা করা হয়েছে।’
আজ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে রাবির এবারের ভর্তি যুদ্ধ শুরু হলো। আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) ‘এ’ ইউনিটের এবং আগামী ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।
প্রতিনিধি/একেবি