নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ঢাবির দুই শিক্ষার্থীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে বাসটি সায়েন্স ল্যাব এলাকায় আটকে পড়লে বাসে থাকা ঢাবির শিক্ষার্থী ও আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রক্টরিয়াল টিম বাসটি নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাসটির পেছন দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে জানালার কাচ ভেঙে যায় এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন। বাসটির বাইরের অংশেও ক্ষতি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলে বাসটির দুটি জানালার কাচ ভেঙে গেছে এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিকল্প রুট নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে। এ ঘটনায় আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া একজন সাংবাদিকসহ আরও পাঁচজন আহত হন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত বাসটি হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনা–নেওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে। দুপুরের ট্রিপে বাসটি সায়েন্স ল্যাব এলাকায় পৌঁছালে অবরোধরত শিক্ষার্থীদের হামলার শিকার হয়। বর্তমানে বাসটি ভিসি চত্বরে রাখা হয়েছে।
ঢাবির পরিবহন দফতরের পরিচালক কামরুল ইসলাম বলেন, বাসটির পেছনের গ্লাস পুরোপুরি ভেঙে গেছে। দরজা ও বাইরের অংশেও ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এম/ক.ম