images

শিক্ষা

জকসু নেতাদের প্রথম সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের নেতাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্যের সভা কক্ষে এ সভা শুরু হয়ে রাত সোয়া ৯টার দিকে শেষ হয়। এদিন জকসু প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৃত্তি, দ্বিতীয় ক্যাম্পাস, রিঅ্যাড ও উপস্থিতির শর্ত পুনর্বিবেচনার বিষয়ে আলোচনা হয়েছে।

সভা শেষে জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, আগামী ২৬ জানুয়ারি জকসুর প্রতিনিধিদের জন্য মুক্ত মঞ্চে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হবে। এছাড়া আসন্ন পূজা উপলক্ষে একটি উপকমিটি গঠন করা হয়েছে। জকসুর প্রতিনিধিদের কক্ষ সংক্রান্ত বিষয়ে আগামীকাল আরেকটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

1000091174
জকসু নেতাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। ছবি: ঢাকা মেইল

 

সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, আজ প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাস, আবাসন বৃত্তিসহ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আমরা যা বলেছি, সেই অনুপাতে ফলাফল পাবো বলে আশাবাদী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.  রেজাউল করিম বলেন, আজ জকসু প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি, জকসু প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

ক.ম/