১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচির সূচনা করেন মোস্তাফিজুর রহমান রুমি।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মোস্তাফিজুর রহমান রুমি বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রীর যে লড়াই-সংগ্রাম, তা এখনো শেষ হয়নি। সেই অসমাপ্ত সংগ্রাম আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে নিতে চাই।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জিয়া উদ্যানে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
ক.ম/